Date : 2024-04-25

জরিমানা করায় পুলিশের সামনে নিজের সাধের বাইক জ্বালিয়ে দিল যুবক…

ওয়েব ডেস্ক : মত্ত অবস্থায় বিপজ্জনকভাবে বড় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাইক আরোহী। বিষয়টি নজরে আসে কর্তব্যরত এক পুলিশ কর্মীর। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ কর্মী। মদ্যপ অবস্থায় বাইক চালানোর জন্য জরিমানা করা হয় ওই বাইক চালককে। বাইকটি বাজেয়াপ্ত করতে গিয়েই বাঁধে বিপত্তি। মত্ত যুবক পুলিশ কর্মীর সামনে বাইকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দিল্লির মালভিয়ানগরে। অভিযুক্ত মত্ত ব্যক্তির নাম রাকেশ। পুলিশ সূত্রে খবর, মোটর ভেইক্যালস অ্যাক্ট অনুসারে, মত্ত অবস্থায় বাইক চালানোর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ। নিয়ম মাফিক প্রথমে তাঁকে জরিমানা করা হয়। যথারীতি জরিমানা পাহাড় প্রমান ছিল, অনাদায়ে অভিযুক্তের বাইকটি বাজেয়াপ্ত করে পুলিশ। কিন্তু এত সাধের বাইক কি আর কেউ পুলিশের হাতে তুলে দিতে পারে? রাগের চোটে নিজের বাইকটাই আগুনে পুড়িয়ে ছাই করে দিলেন মত্ত যুবক। বিপজ্জনক ভাবে রাস্তার মধ্যেই জ্বলতে থাকে বাইকটি। খবর পেয়ে সেখানে পৌঁছায় দমকল। বাইকের বদলে তখন ওই ব্যক্তিকেই আটক করে পুলিশ। সূত্রের খবর, ধৃতের ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে প্রশাসন।