Date : 2020-02-18

গণেশ পুজোয় গান গাইলেন মিমি চক্রবর্তী, শুরু তাঁর জীবনের নতুন অধ্যায়…

ওয়েব ডেস্ক: ভোটের প্রচারের সময়তেই আগেও নায়িকাকে দেখা গেছে গান গাইতে। তাঁর “মন জানে না” ছবিতে “দেখলে তোকে” গানটির রিপ্রাইসড ভার্সন গেয়ে ইতিমধ্যেই ভক্তকুলের কাছ থেকে কুড়িয়েছেন প্রশংসা।

সম্প্রতি গণেশ পুজো উপলক্ষে সল্টলেকের পিএনবি ব্লকে আরও একবার ওই গানটি গাইলেন তিনি। ওই পুজোয় উপস্থিত ছিলেন মিমি ছাড়া নুসরতও।

মিমিকে পুজোর মণ্ডপে দেখা যাচ্ছে একটি হলুদ রঙের শিফন শাড়ি পরনে। বেশকিছুদিন আগেই এই নায়িকা সামনে এনেছেন এক নতুন খবর।

বলিউডের ছায়াতেই এবার মিমিও আনতে চলেছেন একটি নতুন ইউটিউব চ্যানেল।

সূত্রের খবর সেই চ্যানেলে তিনি নিজের গলায় গান গেয়ে চমৎকৃত করবেন দর্শকদের। তবে এছাড়াও আর কি কি থাকতে চলেছে তা এখনও খোলসা করে বলেননি অভিনেত্রী।