Date : 2024-04-23

মোদীর চায়ের দোকানকে টুরিস্ট স্পটের তকমা দেওয়ার প্রস্তাব…

ওয়েব ডেস্ক: ছোটোবেলাটা কেটেছিল বেশ কষ্টেই। চায়ের দোকানে বলতে হত এক সময়। সেই ছেলেটাই যে একদিন দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠবে তা কি কে ভেবেছিল? কিন্তু তা সম্ভব হয়েছে।

তবে জীবনে অনেকটা এগিয়ে গেলেও, মাঝেমধ্যে পিছন ফিরে দেখাটাও জরুরি।

সেই কারণেই এবার গুজরাটের ভাদনগরে মোদীর যে চায়ের দোকানটি ছিল সেটাকেই স্থাপন করা হচ্ছে এবার ভ্রমণ কেন্দ্র হিসেবে।

টুরিজম মিনিস্টার প্রহ্লাদ সিং প্যাটেল বেশকিছুদিন আগেই প্রধানমন্ত্রীর বাড়ির এলাকায় যান। সেখানে গিয়ে বুঝতে পারেন সেখানে এখনও বেশ কিছু উন্নতি দরকার। কোনও না কোনও ভাবে ওই স্থানকে গড়ে তুলতে হবে টুরিস্ট স্পট হিসেবে।

ভাদনগর রেলস্টেশনেই ওই দোকানটি অবস্থিত। সেটিকেই একটি দর্শনস্থান করার প্রস্তাব দিয়েছেন প্রহ্লাদ সিং। এছাড়াও ওখানে অনেক দ্রষ্টব্য স্থান উপস্থিত। যেমন  শর্মিষ্ঠা লেক থেকে শুরু করে একটি বৌদ্ধ মন্দিরও।