ওয়েব ডেস্ক: শেষে কি সাপের ছোবলেই প্রাণ যেতে চলেছে মোদির? পাকিস্তানের এই গায়িকার হুমকিতে তো সেটাই মনে হচ্ছে।
সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি সাংঘাতিক ভিডিও। ভিডিওটিতে একটি ঘরের মধ্যে বেশ কয়েকটি সাপ নিয়ে দেখা যাচ্ছে একটি মহিলাকে।
এবং শুধু তাইই নয়, ঘরের মেঝেতেও ছড়িয়ে আরও কিছু সাপ ও ছোটো কুমিরও। সাপগুলির সঙ্গে খেলতে খেলতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হুমকি দিতে দেখা গেছে সেই মহিলাকে। বলেছেন, ‘‘মোদী তুমি কাশ্মীরিদের হেনস্থা করছ।
দেখ, তোমার জন্য আমি কী তৈরি করছি। নরকে গিয়ে মরার জন্য প্রস্তুত হও।’’ পাকিস্তানের এক পপ গায়িকা নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন এই ভিডিও।
পোস্ট করা মাত্রই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে এটি। এমন কি সাপ নিয়ে খেলা দেখাতে দেখাতে তিনি এমনও বলেছেন যে, এই সাপগুলি নাকি প্রধানমন্ত্রীর জন্য তার উপহার।