Date : 2024-04-20

এবার অনলাইনে নিলামে বিশালাকার প্রাইম রোবট

ওয়েব ডেস্ক: ট্রান্সফর্মাস, ছবিটি যারা দেখেছেন তাদের কাছে এই বিষয়টি আর তেমন নতুন কিছু নয়।তবে অপটিমাস প্রাইমের মতোই এবার অতিকায় শক্তিশালী এক রোবট নিলামে উঠল বিক্রির জন্য।বেশ কিছু শক্তিশালী অস্ত্র শস্ত্রে সমৃদ্ধ ইগল প্রাইম নামের ১২ টন ওজনের এবং ১৬ ফুট লম্বা ওই রোবটকে সাম্প্রতিক নিলামে বিক্রি করতে চলেছে নির্মাতা সংস্থা মেগা বটস্।সংস্থার তিন কর্ণধার ডানিয়েছেন তাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার কারণে তাদের একমাত্র ওয়ার রোবট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।প্রাথমিকভাবে এই রোবট তৈরির পেছনে লক্ষ কোটি টাকার স্পোর্টস ইন্ড্রাস্ট্রী তৈরির লক্ষ্য ছিল নির্মাতাদের মাথায়।

যার অন্যতম নিদর্শন এই প্রাইম রোবট।তবে ঋণগ্রস্থ হওয়ার কারণে তারা ইগল প্রাইমকে ই.বে নামক অনলাইন সাইটে বিক্রি করার সিদ্ধান্ত নেন।প্রাথমিকভাবে ১ ডলার থেকে শুরু হওয়া এই নিলাম যা আস্তে আস্তে ৫০ হাজার ডলার পর্যন্ত দাম উঠেছে।তবে প্রতিদিন এই রোবট চালানোর খরচও কম না।দিনপ্রতি রোবটটিকে চালাতে ২৫০০ ডলার খরচ হবে যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা।ইগল প্রাইম রোবটের সঙ্গে রয়েছে বেশ কিছু শক্তিশালী অস্ত্র।যেমন ৫ ফুটের গাড়ি কাটার করাত।স্টিলের বড় একখানা ছুরি, ৬ ইঞ্চির ডাবল ব্যারেলের এয়ার গান।ভেতরের ককপিটে বসার জন্য রয়েছে ২ জনের সিট।এছাড়া রোবটকে চালনা করার জন্য রয়েছে বিখ্যাত করভেটের V8 ইঞ্জিন।