Date : 2024-02-25

শান্তিতে পাবজি খেলবে বলে বাবার মাথা কেটে ফেলল ছেলে…

ওয়েব ডেস্ক: পাবজি নিয়ে আজকের প্রজন্মের নেশা চরমে। খেলার সময় কোনো কিছুর খেয়াল তো থাকেই না, এরই সঙ্গে এটি খেলতে বারণ করলে আবার রাগ চড়ে যায় সপ্তমে।

গত রবিবার রাতে বাবা থেলের মধ্যেই এই পাবজি নিয়ে অশান্তির জেরে বাবার মুণ্ড পাত করে খুন করল ছেলে।

কর্ণটকের বেলাগাভি জেলার ঘটনা এটি। ২৫ বছরের রঘুবীর কুম্বার তার বাবা শঙ্ক্রাপ্পাকে খুন করে। রঘুবীরের বাবা (৬৫) পেশায় একজন প্রাক্তন পুলিশ অফিসার। রাতে বসে গেম খেলছিল সে।

তার বাবা বারংবার বারণ করায় তা অশান্তির পর্যায় পৌঁছে যায়। বাবার মাথা ও পা কেটে শান্তি করে বসে গেম খেলে। পুলিশের দারস্ত আছে এখন রঘুবীর।