Date : 2024-04-26

রূপান্তরিত সমাজ! অ্যাপ ক্যাবে সর্বচ্চ রেটিং এই রূপান্তরকামীর…

ওয়েব ডেস্ক: তৃতীয় লিঙ্গের আওতায় নাম পড়ার জন্য কোনোদিন তাঁর অটোতে উঠত না কেউ। মানুষের কাছ থেকে অত্যাধিক খারাপ ব্যবহারও তাঁকে ব্যথিত করেছিল।

আজ এই বাইশ শতকে দাঁড়িয়েও রুপান্তরকামীদের মনে করা হয় এমন কোনো জীব যাদের দেখতে মানুষের মত হলেও যেন তাঁরা অন্য কোনও গ্রহ থেকে এসেছেন। তবে ছেড়ে দেওয়ার পাত্রী ছিলেন না রাণী কিরন। তাই ২০১৭ সালে তিনি চালাতে শুরু করেন অ্যাম্বুলেন্স।

বিশেষত পুরির রথযাত্রার সময় তিনি তাঁর অ্যাম্বুলেন্স চালানো শুরু করেন। হঠাৎই একদিন তাঁর দেখা হয় এক পুরোনো উবের চালকের সঙ্গে। তিনিই রাণীকে বুদ্ধি দেন উবেরে কাজ করার। সেখানে ইন্টারভিউ দিয়ে পেয়েও যান চাকরিটা। রাণী তাঁর সম্প্রদায়ের মানুষদেরকে অনুপ্রাণিত করতে চান।

তিনি সিগনাল বা স্টেশনের ধারে দাঁড়িয়ে ভিক্ষা করতে চাননি বলেই এই সম্মানের পথকে বেছে নিয়েছেন। রাণী নিজেও এই কাজ করে খুবই খুশি। মেয়েরা রাতে কাজ করে বাড়িতে ফেরে ট্যাক্সি করে, সেটা যাতে তাদের জন্য অনেকটা নিরাপদ হবে।