ওয়েব ডেস্ক : কমছে বহন ক্ষমতা, তাই ভার কমাতে ট্রাম লাইন তুলে ফেলার পরামর্শ দিল কেএমডির বিশেষজ্ঞ কমিটি।জানা গেছে বিদ্যাপতি সেতুতে ভারী পলেস্তরা এবং ট্রাম লাইনের কারণে অনেকটাই ভার বেড়েছে উড়ালপুলের ওপর।তার ওপর ভারী যানবহনের উড়ালপুলে যাতায়াত গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মনে।
শহরের বেশ কয়েকটি উড়ালপুলের পাশাপাশি শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার্থে ১৫ ই আগস্ট থেকে ১৭ ই আগস্ট পর্যন্ত সেতু পরীক্ষার ব্যবস্থা করা হয়।সেই রিপোর্ট নবান্নে পেশ করার পর এমনটাই জানাল কেএমডি কর্তৃপক্ষ।