ওয়েব ডেস্ক : আপনার প্রেম কী আজ পুর্ণতা পাবে বা আপনার সাথে আজ এমন কিছু ঘটবে যা কল্পনারও অতীত। এইসব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিনটা? জেনে নিন এবার।
মেষ রাশি: কাজের জায়গায় একটু বুঝে শুনে কথা বলুন। নাহলে সমস্যায় পড়তে পারেন। হঠাৎ কোনো সম্মত্তি পাওয়া যোগ আছে।
বৃষ রাশি: প্রেমে আসা সমস্ত বাধা মিটে যাবে। অকারণ বাড়ির লোকেদের সঙ্গে ঝামেলা বাড়তে পারে।
মিথুন রাশি: আজ কোনো শুভ কাজের সূচনা হতে পারে। জলপথে পারলে আজকে এড়িয়ে চলাই ভালো।
কর্কট রাশি: স্বামীর অসুস্থতা দুশ্চিন্তা বাড়াতে পারে। পায়ের ব্যাথায় ভুগতে পারেন।
সিংহ রাশি: অসুস্থতাকে ফেলে রাখবেন না। ডাক্তারের কাছে পরামর্শ নিন। অনেকদিনের পরিশ্রম রং আনতে পারে।
কন্যা রাশি: অকারণ রসিকতা মানুষকে আপনার বিপরীতে ঠেলে দিতে পারে। খুব কাছের মানুষের জন্য ভালো কাজ করে বাহবা পাবেন।
তুলা রাশি: অর্থ লাভের সম্ভবনা আছে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। শারীরিক দুর্বলতা বাড়বে।
বৃশ্চিক রাশি: মা-বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে হঠাৎ উপহার পেতে পারেন।
ধনু রাশি: টাকা বাঁচালেও কোনও না কোনও কারণে খরচ হবেই। সংসারে আজ কোনও সুখবর আসতে পারে।
মকর রাশি: পড়াশোনা সম্পর্কে কোনোও ভালো খবর আসতে পারে। উপকার করতে গিয়ে অপমানিত হতে পারেন।
কুম্ভ রাশি: সম্পর্কের দিকে একটু খেয়াল দিন। কাজের তাড়নায় প্রিয় মানুষদের ভুললে চলবে না। গুরুজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন।
মীন রাশি: চাকরির ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। অর্থ কষ্টে ভুগতে পারেন আজকে।