Date : 2024-04-26

কোষ নিয়ে গবেষণা, চিকিৎসাবিজ্ঞানে ৩ জনকে যৌথ নোবেল

ওয়েব ডেস্ক : এবছর  চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ জন।উইলিয়াম  কেইলিন জুনিয়র, গ্রেগ সেমেনজা এবং স্যার পিটার রাটক্লিফ।কোষের অনূভূতি গ্রহণ এবং অক্সিজেনের সঙ্গে কাপ খাইয়ে নেওয়ার বিষয়ের ওপর গবেষণা স্বরুপ এই পুরষ্কার দেওয়া হচ্ছে নোবেল কতৃপক্ষের তরফে।এই প্রসঙ্গে নোবেলের টুইটার হ্যান্ডেলের অফিসিয়াল টুইটে জানানো হয়েছে বিষয়টি সমন্ধে।সেখানে লেখা হয়েছে অসুখ বিসুখের ক্ষেত্রে কোষে অক্সিজেনের মাত্রা খুব গুরুত্বপূর্ণ বিষয়।যার জন্য এই গবেষণা তিন চিকিৎসা বিজ্ঞানীর আবিষ্কারের মৌলিক গুরুত্ব আছে বলে জানানো হয় তাদের তরফে।

এই নিয়ে নোবেল পুরষ্কার চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১১০ জনকে নোবেল প্রদান করেছে এই সংস্থা।নোবেল পুরষ্কার থেকে প্রাপ্ত অর্থ প্রায় ৯ লক্ষ ১৮ হাজার মার্কিন ডলার ভাগ করে দেওয়া হবে ৩ জনের মধ্যে।এর পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন, শান্তির বিষয়েও নোবেল প্রাপ্রকদের নাম ঘোষণা করা হবে।