ওয়েব ডেস্ক: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিভিন্ন দফতরে নেওয়া হচ্ছে ৩৩০ জন লোক। এক নজরে দেখে নেওয়া যাক কি কি যোগ্যতা প্রয়োজন এই কাজের ক্ষেত্রে।
পোস্ট- ম্যানেজার (জেনারেল/ ডিপোট/ মুভমেন্টস/ অ্যাকাউন্ট/ টেকনিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট।
আবেদনের শেষ তারিখ ২৭ শে অক্টোবর।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে FCI এর ওয়েবসাইটে আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা
২. ম্যানেজার (জেনারেল)
শূন্যপদ: ২২
শিক্ষাগত যোগ্যতা : i) গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা সমতূল কোন বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নাম্বার (এসসি/এসটি/পিএইচের ক্ষেত্রে ৫৫ শতাংশ)
অথবা
সিএ/আইসিডাব্লুউএ/ সিএস
বয়সসীমা: ০১/০৮/২০১৯ সর্বাধিক ২৮ বছর।
পে স্কেল: ৪০০০০টাকা — ১৪০০০০ টাকা
২. ম্যানেজার (হেডকোয়াটার)
শূন্যপদ সংখ্যা: ৮৭
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নাম্বার নিয়ে গ্র্যাজুয়েট। এসটি/এসসির/বিশেষ ভাবে সক্ষমদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নাম্বার।
বয়সসীমা: ০১/০৮/২০১৯ এ সর্বাধিক ২৮ বছর।
বেতন: ৪০০০০ টাকা — ১,৪০০০০ টাকা
৩. ম্যানেজার (তদারকি)
শূন্যপদ: ৩২
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েট
বয়স: ০১/০৮/২০১৯ এ সর্বাধিক ২৮ বছর।
বেতন: ৪০০০০ টাকা — ১,৪০০০০ টাকা
৪. ম্যানেজার (হিসেব রক্ষক)
শূন্যপদ: ১২১
শিক্ষাগত যোগ্যতা- বি. কম
বয়স: ০১/০৮/২০১৯ এ সর্বাধিক ২৮ বছর।
বেতন: ৪০০০০ টাকা — ১,৪০০০০ টাকা
৫. ম্যানেজার টেকনিক্যাল
শূন্যপদ: ৫৩
শিক্ষাগত যোগ্যতা- বি.টেক
বয়স: ০১/০৮/২০১৯ এ সর্বাধিক ২৮ বছর।
বেতন: ৪০০০০ টাকা —১,৪০০০০ টাকা
৬. ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ: ৭
শিক্ষাগত যোগ্যতা- সিভিল ইঞ্জিনিয়ারিং
বয়স: ০১/০৮/২০১৯ এ সর্বাধিক ২৮ বছর।
বেতন: ৪০০০০ টাকা — ১,৪০০০০ টাকা
৭.ম্যানেজার ইলেকট্রিক্যাল মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ: ৫
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি
বয়স: ০১/০৮/২০১৯ এ সর্বাধিক ২৮ বছর।
বেতন: ৪০০০০ টাকা — ১,৪০০০০ টাকা
৮. ম্যানেজার (হিন্দি)
শূন্যপদ: ৩
শিক্ষাগত যোগ্যতা- হিন্দিতে মাস্টার ডিগ্রি
অভিজ্ঞতা-শিক্ষকতা অথবা সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা
বয়স: ০১/০৮/২০১৯ এ সর্বাধিক ৩৫ বছর।
বেতন: ৪০০০০ টাকা —১,৪০০০০ টাকা