Date : 2024-03-18

ট্রাক না মৃতের স্তুপ! হতবাক তদন্তকারীরা…

ওয়েব ডেস্ক: লন্ডনে উদ্ধার হল এক ট্রাক লাশ। আর তাতেই ঘুম ছুটেছে অ্যাসেক্স পুলিশের। সূত্রের খবর লন্ডনে একটি ট্রাকে এক সঙ্গে ৩৯ টি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। যাদের মধ্যে ৩৮ জন পূর্ণ বয়স্ক একজন নাবালক ছিল। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। কিন্তু এতগুলো মৃতদেহ উদ্ধার হওয়ায় রীতিমতো স্তম্ভিত তদন্তকারী অফিসাররা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন,তদন্তকারী অফিসাররা ঘটনার উপর দৃষ্টি রাখছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। ট্রাক চালককে জেরা উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বছর ২৫-এর ওই ট্রাক চালক জানিয়েছেন, তিনি পূর্ব লন্ডনের শিল্পতালুকের উপর দিয়ে ট্রাকটি চালিয়ে আসছিলেন। একটি অ্যাম্বুলেন্স ওয়াটারগ্ল্যাড শিল্পতালুক এলাকায় এই ট্রাকটি দেখে পুলিশকে খবর দেয়। অ্যাম্বুলেন্স চালক সন্দেহের বশেই জানায় পুলিশকে। লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী রাত একটা ৪০ মিনিট নাগাদ ট্রাকটিকে আটক করে পুলিশ। তারপর কন্টেনার খুলে দেখা যায়, তাতে বোঝাই করা রয়েছে লাশ। গোটা ঘটনায় ট্রাকের চালককে নিয়েই শুরু হয়েছে ধন্দ। তাঁকে জেরা করেই লক্ষ্যে পৌঁছতে চাইছে পুলিশ।