Date : 2024-03-28

চিনের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে ফল ও সব্জি দিয়ে গেট তৈরি হল…

ওয়েব ডেস্ক: চিনের প্রেসিডেন্ট শিং জিনপিং-কে স্বাগত জানাতে ১৮ রকমের সব্জির গেট তৈরি করা হল মহাবলীপুরমে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে এসেছেন চিনের প্রসিডেন্ট। মহাবলীপুরমের বিখ্যাত পঞ্চ রথ মনুমেন্টের কাছে ওই প্রবেশদ্বার বানিয়েছে তারা। এপ্রসঙ্গে উদ্যানপালন দপ্তরের সহকারী অধিকর্তা তামিলভেনধন জানান, চেন্নাই থেকে ৫৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উপকূল শহর মহাবলীপুরমে ওই গেটটি বানানো হয়েছে। উদ্যানপালন দপ্তরের ২০০ জনের বেশি কর্মচারী ও শিক্ষানবিশ মিলে ১০ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমে এই অভিনব গেটটি তৈরি করেছেন। এই গেট তৈরি করতে যে ফল ও সব্জি ব্যাবহার হয়েছে তা সবই সত্যিকারের। সবই কেনা হয়েছে কৃষকদের কাছ থেকে। সৌন্দর্য ও পরিচ্ছন্নতা তালিকা মমাল্লপুরম শহরটি উপরের দিকেই রয়েছে। চিনের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে সারা শহর ফুল দিয়ে সাজানো হয়েছে। চিনের রাষ্ট্রপতি সফরের আগে গোটা শহরের রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে।