ওয়েব ডেস্ক: ভারতের মাটিতে এই প্রথম বারের জন্য দিন-রাতের টেস্ট ম্যাচ খেলা হবে। ক্রিকেটের নন্দন কানন অর্থাৎ ইডেন গার্ডেনে এই প্রথমবার দিন-রাতের টেস্ট ম্যাচ খেলা হবে। আগামী ২২ নভেম্বর থেকে এই খেলা শুরু হবে কলকাতা ইডেন উদ্যানে। ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকেই ইডেনে এই দিন রাতের টেস্ট ম্যাচ খেলার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগেই বিসিসিআই-এর সভাপতির দ্বায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ইডেনে খেলার জন্য বিসিবি-কে প্রস্তাব দেন। এর আগে অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে আসছে ইডেন গার্ডেন। এবার দেশের মধ্যে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ খেলার সাক্ষীও থাকবে ইডেন।উল্লেখ্য, টি-২০ ক্রিকেটের যুগে টেস্ট ম্যাচের প্রতি দর্শকদের আগ্রহ ক্রমশ কমছে। নতুন করে আগ্রহ বাড়াতে তাই টিম ইন্ডিয়াকে উজ্জীবিত করতে গোলাপি বলে টেস্ট খেলানোর প্রস্তাব দেন বিসিসিআই-প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি ইতিমধ্যে গোলাপি বলে দিন-রাতের টেস্ট আগেই খেলেছে।