Date : 2024-02-29

আজ রাতেই নেমে আসে প্রেতলোক, এই কাজগুলো করলে তেঁনারা হানা দেবে আপনার ঘরে…

ওয়েব ডেস্ক: আলোর উৎসব দীপাবলি। তবে যেখানে অন্ধকার সেখানেই দীপের প্রয়োজন হয়। ঘন অন্ধকারকে কাটাতে জ্বলে ওঠে শত শত প্রদীপ। কালীপুজোর সঙ্গে সঙ্গে এদিন অলক্ষ্মী বিদায় ও লক্ষ্মী পুজো হয়ে থাকে। তাই এমন অনেক কিছু আছে যেগুলো করলে নেমে আসে ঘোর অমঙ্গল। জেনে নিন এক নজরে।

১. কালীপুজোর রাতে কখনও শ্মশান বা কবর স্থানে যাবেন না। এই সময় নেগেটিভ এনার্জির দৌড়াত্ব বেড়ে যায়। এর ফলে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

২. মহিলাদের চুল খোলা থাকলে তাতে আকৃষ্ট হয় অশুভ শক্তি। তাই সন্তানের মা কখনও চুল খুলে ঘুরবেন না। আসতে পারে অসুস্থতা।

৩. সন্ধার পর কোন ভাবেই ঘরে ঝাড়ু চালাবেন না। তাতে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় হয়ে যাবে। মনে রাখবেন দীপাবলির আলোয় মা লক্ষ্মী ঘরে আসেন।

৪. রাতে নোংরা রান্নাঘর ফেলে রাখবেন না। তাতে আপনার পরিবারে কুপ্রভাব ও অশুভের উপদ্রব বাড়বে।

৫. এই সময় আপনার থেকে কোন ব্যক্তি দুধ জাতীয় খাদ্যদ্রব্য চাইলে মূল্যের বিনিময় ছাড়া তাকে দেবেনা দুধ। এতে নিজের গৃহলক্ষ্মীকে অন্যের কাছে দান করে দেওয়া হয়।