Date : 2024-04-24

একটা ইঁদুর ধরতে রেলের খরচ হল ২২ হাজার টাকা!….

ওয়েব ডেস্ক: ইঁদুরের উৎপাতে নাজেহাল ট্রেনের যাত্রীরা। প্রতিদিনই এই নিয়ে ভুরিভুরি অভিযোগ জমা পড়ে রেল দফতরে। আর সেই নিয়ে আরটিআই রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। একটি ইঁদুর মারতে নাকি রেলের খরচ হয়েছে ২২হাজার টাকা! শুধু তাই নয় তিন বছরে এই হিসাবটা দাঁড়িয়েছে ৫.৮৯ কোটি টাকা। ভারতীয় রেলের চেন্নাই ডিভিশন সূত্রের খবর, রেলের গুদামে মজুত থাকা প্রচুর টাকার জিনিস নষ্ট করেছে ইঁদুরের দল। স্টেশনের প্রতিক্ষালয়ে প্রায়ই যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়েছে ইঁদুরের জন্য।

আরও পড়ুন : অতিরিক্ত চার্জ নিয়ে মাথাব্যাথার প্রয়োজন নেই গ্রাহকদের, জানাল ভোডাফোনের

চেন্নাই সেন্ট্রাল, চেন্নাই এগমোর, চেঙ্গলপট্টু জংশন, তাংবরম, জোলরপেট্টই জংশন সহ দক্ষিণ ভারতের বেশ কিছু স্টেডিয়াম থেকে ১৭১৫টি ইঁদুর ধরা পড়েছে। এ যে সে ইঁদুর ধরা নয় বরং রীতিমতো অভিযান করে ধরা হয়েছে ইঁদুর। রেল সূত্রে খবর, রেলের কোচিং থেকে ইঁদুর ধরার কাজে প্রচুর লোক নিযুক্ত হন। সব মিলিয়ে একটা ইঁদুর ধরতেই খরচ পড়েছে ২২ হাজার টাকা। ইঁদুর ধরার কল পাততে হয়েছে, সেই কলের পিছনে খরচ হয়েছে রেলের। তবে এই সব খরচ মিলিয়ে ৫.৮৯ কোটি টাকা! অবস্থার কথা শুনে চক্ষু চড়কগাছ যাত্রীদের। কিন্তু শুধু ইঁদুর ধরার জন্যই খরচ হয়েছে কোটি কোটি টাকা নাকি হিসেব মেলাতে মিলিয়ে দেওয়া হয়েছে সেই নিয়ে উঠছে প্রশ্ন।