Date : 2024-04-26

#দেবীসিদ্ধিদাত্রী: যিনি সর্বকার্যে সিদ্ধি প্রদান করেন….

দেবী সিদ্ধিদাত্রী।।
শরৎ ও বসন্তের নবমী তিথিতে এই দেবীর আরাধনায় সর্ব কার্যে সিদ্ধি লাভ সম্ভব।
পূর্বে রামের প্রতি অনুগ্রহ করে এই দেবীই রাবণ বধে সাহায্য করেছিলেন। এই জন্য ব্রহ্মা আশ্বিন মাসের শুক্লপক্ষের নবম রাত্রিকালে এই মহাদেবীর বোধন করেছিলেন। বোধিতা হয়ে দেবী গেলেন রাবণের বাসভূমি লঙ্কায়। সেখানে তিনি রাম ও রাবণকে দিয়ে সাত দিন ধরে যুদ্ধ করালেন। নবমীর দিন জগন্ময়ী মহামায়া রামের দ্বারা রাবণ বধ করেন।

যে সাত দিন দেবী রাম-রাবণের যুদ্ধ দেখে আনন্দ করলেন, সেই সাত দিন দেবতারা তাঁর পূজা করেন। পরোক্ষ ভাবে রাবণ নিহত হলে নবমীর দিন ব্রহ্মা সকল দেবতাকে সঙ্গে নিয়ে দেবীর বিশেষ পূজা করেন। তারপর দশমীর দিন শবরোৎসব উদযাপিত হল।

শেষে দেবীর বিসর্জন হল।
আজ সেই বিজয়া দশমী তিথি।দেবী সিদ্ধিদাত্রীর বন্দনা দিয়ে নবরাত্রী উজ্জাপন শেষ হয়।