Date : 2024-04-18

‘গুমনামি’ দেখে মুগ্ধ রাজ্যপাল…

ওয়েব ডেস্ক: মুক্তির আগে ‘গুমনামি’ ঘিরে হাইকোর্টে পৌঁছে গিয়েছিলেন মামলাকারীরা। যদিও শেষ পর্যন্ত জিতলেন পরিচালক শ্রীজিত মুখার্জি। ছবির মুক্তি পেল, তার সঙ্গে এলো ঝুড়ি ঝুড়ি প্রশংসা। যেমন তেমন নয়, ‘গুমনামি’ দেখে প্রশংসা করলেন স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকড়। উপস্থিত ছিল ছবির মুখ্য চরিত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক শ্রীজিত মুখার্জি এবং অন্যান্য কলাকুশলীরা। এদিন পার্ক সার্কাসের একটি শপিং মলে ‘গুমনামি’ ছবির স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছিল। রাজ্যপাল শত ব্যস্ততা সত্ত্বেও এদিন গুমনামি দেখতে উপস্থিত হন। নেতাজি কি সত্যিই প্লেন ক্রাশে মারা গিয়েছিলেন নাকি উত্তরপ্রদেশের ফৈজাবাদের ভগবানজি আসল নেতাজি, এই নিয়েই ছবির গল্প আর এই নিয়েই যত বিতর্ক। নেতাজির জীবন বিক্রিত করা হয়েছে, এমনকি তার জীবনকেও বিকৃত করা হয়েছে এমনই অভিযোগ উঠেছিল শ্রীজিত মুখার্জির বিরুদ্ধে। এত বিতর্ক সত্ত্বেও ২ অক্টোবর ছবির মুক্তি পাওয়ার পর প্রশংসা অর্জন করেছে দর্শকদের কাছ থেকে। দর্শকদের গ্রহণযোগ্যতায় এখনও রমরমিয়ে চলছে ছবি।