Date : 2024-04-26

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মায়াঙ্কের প্রথম দ্বিশত রান, রোহিতের সঙ্গে জুটি বেঁধে ভাঙল রেকর্ড

ওয়েব ডেস্ক: দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্টে রেকর্ড গড়লেন রোহিত এবং মায়াঙ্কের জুটি।যা ভাঙল ১৫ বছর আগের করা গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেহওয়াগ জুটির রেকর্ড। এর পাশাপাশি দেশের মাটিতে খেলতে নেমে প্রথম দ্বিশতরান করলেন মায়াঙ্ক আগরওয়াল।তাছাড়া জুটি হিসেবে এই দুজন ভেঙে দিয়েছেন আরও একটি রেকর্ড।এর আগে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ওপেনিং জুটি ছিল ১৯৯৬ সালে করা  এসি হাডসন এবং গ্যারি কার্স্টেনের রেকর্ড।২২ বছর আগের সেই রেকর্ডও ভাঙলেন ২ ওপেনার।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা রোহিত ও মায়াঙ্কের ৩১৭ রানের জুটিই সেরা জুটি।

এদিন ওপেনার হিসেবে নেমে দক্ষিণ আফ্রিকাকে চমকে দেন রোহিত।এদিনের দুর্দান্ত ইনিংসের পর রোহিত শর্মার গড় পেরিয়ে গেছে ১০০।বিশাখাপত্তনমে তিনি ১৭৫ রানের ইনিংস খেললেন।অল্পের জন্য হাতছাড়া হল সেঞ্চুরি।অন্যদিকে গত বছর অষ্ট্রেলিয়ার এমসিজিতে টেস্টে অভিষেক হয়েছিল মায়াঙ্কের।অষ্ট্রেলিয়ায় টেস্টে সেই সময় মায়াঙ্ক করেছিলেন ৭৬ রান।দ্বিতীয় ইনিংসে তিনি করেছিলেন ৪২। এছাড়া সিডনি টেস্টেও দুর্দান্ত ৭৬ রানের ইনিংস খেলেছিলেন মায়াঙ্ক।তবে ওয়েস্ট ইন্ডিজ সফর খুব একটা ভালো কাটেনি মায়াঙ্কের।