Date : 2024-04-27

রবিবার পড়ায় ছটপুজোয় বাড়তি ছুটি দেবে রাজ্য…

কলকাতা:- টালা ব্রিজ ভাঙলে ক্ষতিগ্রস্থ হতে পারে টালা ট্যাঙ্ক সংলগ্ন পাইপ লাইন, এমন কি সমস্যা দেখা দিতে পারে নিচ দিয়ে যাওয়া রেল লাইনের বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও। অথচ ব্রিজের অবস্থা দেখে আগেই ব্রিজ ভেঙে নতুন করে নির্মান করার কথা জানিয়ে দিয়েছেন তারা। ইতিমধ্যে ব্রিজে ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। কবে মেরামত করা শুরু হবে এই ব্রিজ তাই নিয়ে এখনও কিছুই জানায়নি রাজ্য সরকার। তবে এদিন রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে পর্যবেক্ষণ করার জন্য ১০ ও ২০ বছরের প্ল্যানিং কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।এর জন্য “ভিশন ১০ ও ২০” পরিকল্পনা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এর ফলে পর্যবেক্ষণ করার একটা ধারাবাহিকতা তৈরি হবে।

আরও পড়ুন : উত্তরবঙ্গে উদ্ধার রয়্যাল বেঙ্গলের চামড়া, ধৃত ২

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “রেলমন্ত্রী থাকাকালীন আমি এভাবেই কাজ করতাম। ২০১১ সাল পর্যন্ত কি ছিল সেই নিয়ে একটা বই প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। স্বাধীনতার পর থেকে কি কি করা হয়েছে সেই নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে।” এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কার্নিভাল বিশ্বসেরা হয়েছে। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। ভালো বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য।” উল্লেখ্য, কার্নিভালে রাজ্যসরকারের ব্যবহার ও সৌজন্য নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। এদিন মুখ্যমন্ত্রী দীপাবলী ও ছট পুজো উপলক্ষ্যে একদিন অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছেন। পুজো নির্বিঘ্নে কাটায় ধন্যবাদ জানিয়েছেন রাজ্যবাসীকে।