Date : 2024-03-29

টালা ব্রিজ জট কাটাতে বাড়তি বাস, ট্রেন, মেট্রো ও অটো চালাবে রাজ্য….

ওয়েব ডেস্ক: টালা ব্রিজ বন্ধের জেরে সমস্যা মেটাতে উদ্যোগী পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকল্প ব্যবস্থা হিসেবে উত্তর কলকাতা ও উত্তর শহরতলির মধ্যে চালানো হবে অতিরিক্ত বাস। এছাড়াও ২০টি রুটে অতিরিক্ত অটো চালানোর সিদ্ধান্ত নিয়েছে

পরিবহন দফতর। পাসাপাশি লঞ্চ পরিষেবাও বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী। টালা ব্রিজ বন্ধ থাকার ফলে উত্তর কলকাতা জুড়ে তীব্র যানবাহনের সমস্যা হচ্ছে। গন্তব্যে পৌঁছাতে যেমন নষ্ট হচ্ছে অর্থ তেমনি অপচয় হচ্ছে সময়ের। এই সমস্যার সমাধানে শুক্রবার পরিবহণ ভবনের ময়দান তাঁবুতে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন, কলকাতা হাওড়া ও উত্তর ২৪ পরগণার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন পরিবহণ মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মেট্রো রেলের কর্তাও।

১)উত্তর কলকাতা ও উত্তর শহরতলির মধ্যে ৩৬ টি রুটের ২৮টি বাস চলছে বর্তমানে, সেই সংখ্যা বাড়িয়ে করা হবে ৫০ টি। আবার ১ লা নভেম্বর থেকে তা ১০০ টি করা হবে।

২)কুটি ঘাট থেকে ফেয়ার্লি প্লেস পর্যন্ত অতিরিক্ত লঞ্চ চালানো হবে।

৩) ১০ মিনিট অন্তর চলবে লঞ্চ।

৪) ২০টি অটো রুটে বাড়ানো হবে অটোর সংখ্যা।

৫)বেশ কিছু জায়গায় চালানো হবে ম্যাজিক ভ্যান।

৬) রেল ও মেট্রো কর্তৃপক্ষের তরফেও বাড়তি ট্রেন চালানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

৭) চক্র রেল চালানো হচ্ছে ৬টি

৮) নোয়াপাড়া থেকে অতিরিক্ত ১০টি মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে।