Date : 2024-03-29

রেশন কার্ড আছে? এখনই বিগ বাজার মিলবে বাম্পার ছাড়…

ওয়েব ডেস্ক: বাম্পার অফার নিয়ে বিগ বাজার হাজির আপনার কাছে। নিজের রেশন কার্ড দেখালেই পেয়ে যাবেন প্রতিটি জিনিসের উপর ছাড়। শুধু বিগ বাজার নয়, গ্রামাঞ্চলের মানুষের কাছে বিগ বাজার ধাঁচের পরিষেবা পৌঁছে দিতে আধুনিক ভাবে তৈরি হচ্ছে রেশন দোকানগুলি। সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের খাদ্য দফতর বিগ বাজারের মালিকানাধীন ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি করতে চলেছে। তবে এখনও পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে রাজ্য সরকার রিপোর্ট পেস করেছে, বেশিরভাগ উচ্চবিত্ত পরিবারে রেশন তোলার চল নেই। সেই বিশাল পরিমান খাদ্যদ্রব্য মজুত হয় রেশন দোকানগুলিতে। এতে কালোবাজারির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। সেই কালোবাজারি রুখতেই নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি অনুযায়ী রেশন কার্ড দেখালে বিগ বাজারের প্রায় ২৬৭টি দ্রব্যে মিলবে ৭% থেকে ১৫% ছাড়। শহরাঞ্চলের মধ্য়বিত্ত ও উচ্চবিত্তদের রেশন ব্যবহারে উত্সাহিত করতেই এমন পরিকল্পনা।অন্যদিকে গ্রামাঞ্চলের রেশন দোকানগুলিতে ক্রেতা টানতেও নয়া পরিকল্পনা এনেছে খাদ্য দফতর। বিগ বাজারের মতো বিভিন্ন দ্রব্যের পসরা রাজ্যের প্রায় সব রেশন দোকানে মজুত করা হবে বলে জানা গিয়েছে। সেখানে সাধারণ রেশনের চাল, ডাল, চিনির পাশাপাশি বিগ বাজারের মতো নামীদামি সংস্থার প্রসাধনী দ্রব্য, প্যাকেটজাত খাদ্যদ্রব্যও রাখা হবে। এর ফলে, রেশন দোকান থেকে কেনাকাটায় গ্রামাঞ্চলের মানুষ আগ্রহী হবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় ২০,০০০ রেশনের দোকান রয়েছে। সেই সব দোকানগুলিতেই এই ব্যবস্থা করার কথা ভাবছে রাজ্য সরকার। ফলে গ্রামাঞ্চলের মানুষ রেশন তুলতে উদ্যোগী হবে।