ওয়েব ডেস্ক : সাত দিনে পড়ল হৃত্বিক রোশন এবং টাইগর শ্রফ অভীনীত সিনেমা ‘ওয়ার’।এর সঙ্গেই ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল এই ছবি। সাতদিনে ওয়ার ছবি সংগ্রহে ২০৮ কোটি টাকা।২ রা অক্টোবর রিলিজ হওয়া এই সিনেমা ব্যবসার ক্ষেত্রে এখনও পর্যন্ত রয়েছে তৃতীয় স্থানে।কবীর সিং এবং উরির পর তৃতীয় সর্বাধিক অর্থসংগ্রহ করেছে ওয়ার।মাঝখানে দশেরার উৎসব থাকার কারণে শুধু মঙ্গলবারই প্রায় ২৭.৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
আরও পড়ুন : ৩ কোটি ল্যাম্বরঘিনি কিনলেন রণবীর, ঘুরলেন মুম্বই
মুক্তির প্রথম দিনেই প্রায় ৫০ কোটি টাকা সংগ্রহ হয় এই ছবির।মাত্র তিনদিনে ১০০ কোটির ঘরে ঢুকে পড়ে হৃত্বিক এবং টাইগর অভীনিত এই সিনেমা।সিদ্ধার্থ আনন্দ নির্দেশিত এই ছবিতে দুই হিরোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বাণী কাপুর, আশুতোষ রাণা।