Date : 2024-03-29

রাজ্য সরকারের নিয়োগে দুর্নীতি ঠেকাতে নিয়োগ পদ্ধতিতে বদল….

ওয়েব ডেস্ক: রাজ্য সরকারের অধীন বিভিন্ন উন্নয়ন পর্ষদ গুলিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ঠেকাতে এবার সেখানে নিয়োগ-পদ্ধতি ঢেলে সাজানো হচ্ছে।এবার থেকে এইসব উন্নয়ন পর্ষদ গুলিতে মিউনিসিপাল সার্ভিস কমিশন এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে এইসব উন্নয়ন পর্ষদ গুলিতে প্রয়োজনীয় পদের সংখ্যা পর্যালোচনা করে সেগুলির বিন্যাস থেকে শুরু করে যোগ্যতা মান নির্ণয় করে নিয়োগ পর্যন্ত যাবতীয় দায়িত্ব পালন করবে মিউনিসিপাল সার্ভিস কমিশন। গ্রুপ ডি নিয়োগ এর জন্য আলাদা নিয়োগ পর্ষদ থাকায় একমাত্র গ্রুপ-ডি ছাড়া সমস্ত স্তরের কর্মী নিয়োগের দায়িত্ব তাদের হাতে থাকছে। রাজ্য বর্তমান সরকারের আমলে বিভিন্ন অঞ্চল ও জনগোষ্ঠীর উন্নয়নে প্রচুর সংখ্যক উন্নয়ন পর্ষদ তৈরি করা হয়েছে। তবে সেগুলি পরিচালনা ও নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধি না থাকার কারণে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের মোকাবিলা করতেই এবার কর্মী নিয়োগের ভার মিউনিসিপাল সার্ভিস কমিশন এর মত সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।