Date : 2024-04-24

টি-টোয়েন্টির আগে উড়ো চিঠিতে হুমকি বিরাটকে, বাড়ানো হল নিরাপত্তা….

ওয়েব ডেস্ক: জঙ্গি সংগঠন সর্বভারতীয় লষ্করের নিশানায় দেশের তাবড় ভিআইপিদের মধ্যে সংযুক্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIAর দফতরে উড়ো চিঠি ঘিরে শুরু হয়েছে জল্পনা। অল ইন্ডিয়া লষ্কর-ই-তইবা বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। শুধুমাত্র বিরাট কোহলি নয়, লষ্করের তালিকায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার দেশের মধ্যেই পাক জঙ্গি সংগঠনের এই শাখার আত্মপ্রকাশে নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংগঠনগুলি। এনআইএ-কে দেওযা চিঠিতে ভারতীয় ভিভিআইপিদের উপর বড়সড় নাশকতার হুমকি দেওয়া হয়েছে।

নোবেলজয়ীকে আজীবন সদস্যপদ মোহনবাগানের

জঙ্গিদের নিশানায় আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্টমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের আগেই ভারতীয় দলের অধিনায়ককে এই ধরনের হুমকি চিঠি দেওয়ায় রীতিমতো চিন্তায় গোয়েন্দা দফতর। ইতিমধ্যেই ভারতীয় ক্যাপ্টেনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, ৩ নভেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ।