Date : 2024-03-19

জয়েন্টে বাংলা ভাষার অস্তিত্ব নেই কেন? পার্লামেন্টে প্রশ্ন তুলতে পারে তৃণমূল …..

কলকাতা: জয়েন্ট এন্ট্রান্সের প্রবেশিকা পরীক্ষায় বাংলা ভাষা ব্রাত্য কেন এই নিয়ে রাজ্য-কেন্দ্র তরজা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই। বাংলা ভাষায় জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নপত্র করতে হবে, এই দাবি তুলে ধরনায় বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আঞ্চলিক ভাষা হিসাবে জয়েন্টের প্রশ্নপত্র গুজরাটি ভাষায় করা হলে বাংলায় কেন করা হবে না। বাংলা ভাষার অঞ্চলিক স্বীকৃতির দাবিতে এবার দিল্লি পর্যন্ত যেতে প্রস্তুত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এই ঘটনার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও সুব্রত মুখোপাধ্যায়। কিছুদিনের মধ্যেই পার্লামেন্টে শুরু হবে শীতকালীন অধিবেশন। সেখানেই জয়েন্ট এন্ট্রেন্সে বাংলা ভাষার মর্যাদা নিয়ে সরব হবে তৃণমূল কংগ্রেস। এদিন অভিষেক বলেন “বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে, বাঙালির প্রতি বঞ্চনা করা হচ্ছে, যতদিন বাংলা ভাষাকে স্বীকৃতি না দেওয়া হবে ততদিন এই লড়াই চলবে। এই লড়াই-এ একজোট থাকুন।” বিজেপির তরফে অবশ্য পাল্টা যুক্তি, জয়েন্টে গুজরাটি ভাষা অন্তর্ভুক্তির জন্য রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে এমন কোন আবেদন আসেনি। বাংলা পিছিয়ে পড়ার কারণেই এমন অবস্থা বলে দাবি করা হচ্ছে কেন্দ্রের তরফে।