ওয়েব ডেস্ক:- ডিজিটাল ইন্ডিয়ার দিকে কয়েক পা এগিয়ে দেশ। কেন্দ্রের নির্দেশ ১০০ দিনের কাজ হোক বা যে কোন ঠিকা কাজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অত্যন্ত আবশ্যক। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এসসি-এসটির জন্য আবেদন, যে কোনও স্কলারশিপের জন্য আবেদন, এখন সবই করতে হয় অনলাইনে। কিন্তু গ্রামের মানুষের অধিকাংশেরই কম্পিউটার নেই। যাদের আছে, সমীক্ষা করে দেখা গেছে তাদের মধ্যে হয়েতো ৫ শতাংশ মানুষই কম্পিউটার জানেন। বাকি বিপুল সংখ্যক মানুষকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রয়োজনীয় কাজ সারতে একটা কম্পিউটারের জন্য হয়তো বাড়ি থেকে কয়েক কিলোমিটার যেতে হল। হাতের নাগালে কম্পিউটার ব্যবহারের সুবিধা পৌঁছে দিতে গ্রামে এবার প্রায় ৩০ হাজার সাইবার কেন্দ্র খুলবে রাজ্য। যেখানে থাকবে কম্পিউটার বা ল্যাপটপ ও প্রিন্টার। সামান্য টাকার বিনিময়েই এই কেন্দ্রগুলিতে কম্পিউটার ব্যবহার করা যাবে। এখন কোন কাজের জন্য কত টাকা নেওয়া হবে? তা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সিদ্ধান্ত হয়েছে, প্রথমে ৩০০০টা এরকম সাইবার কেন্দ্র খোলা হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগেই এই ব্যবস্থা করা হবে।