ওয়েব ডেস্ক : বিভিন্ন পদে লোক নিচ্ছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ কলেরা এন্ড এনটেরিক ডিজিস কলকাতা।পদগুলি হল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক ।
এক নজরে দেখে নেওয়া যাক কি কি যোগ্যতা প্রয়োজন এই সব পদের জন্য।
মোট পদের সংখ্যা -০৯
অবেদন জমা দেওয়ার শেষ তারিখ – ১৮ নভেম্বর ২০১৯
শিক্ষাগত যোগ্যতা-HS/ Graduate
পে স্কেল- ১৯৯৯০-১১২৪০০
পার্সোনাল অ্যাসিস্টান্ট-
শূণ্যপদ-০১
শিক্ষাগত যোগ্যতা-যে কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রি এবং কম্পিউটারে জ্ঞান থাকা অবাশ্যিক।
শটহ্যান্ডে মিনিটে ১২০ টি শব্দ লেখার ক্ষমতা
বয়স- ১৮/11/19 এ বয়স ৩০ বছরের বেশি হবে না।
পে স্কেল-৩৫৪০০-১১২৪০০
অ্যাসিস্ট্যান্ট-
শূণ্যপদ-০২
শিক্ষাগত যোগ্যতা-বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
Ms Office এবং Powerpoint এ জ্ঞান থাকা আবশ্যিক
আপার ডিভিশন ক্লার্ক-
শূর্ণ্যপদ-০৩
শিক্ষাগত যোগ্যতা-স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
মিনিটে ৩৫ টি শব্দ ইংরেজী বা হিন্দিতে টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স-নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ২৭ বছর ১৮/১১/২০১৯ তারিখ অবধি।
পে স্কেল -২৫৫০০-৮১১০০
লোয়ার ডিভিশন ক্লার্ক-
শূণ্যপদ-৩
শিক্ষাগত যোগ্যতা-দ্বাদশ শ্রেণী
মিনিটে ৩০ টি শব্দ ইংরেজী বা হিন্দিতে টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স-নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ২৭ বছর ১৮/১১/২০১৯ তারিখ অবধি।
পে স্কেল- ১৯,৯০০-৬৩,২০০
আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.niced.org.in তে আবেদন করতে পারেন।