ওয়েব ডেস্ক:- একবছর পূর্ণ হল এক সঙ্গে পথ চলার। ১৪ নভেম্বর ছিল দীপিকা পাদুকোনে আর রণবীর সিং-এর প্রথম বিবাহবার্ষিকী। প্রথম বিবাহবার্ষিকী আর সেলিব্রেশন হবে না এমনটা হতে পারে না। বিবাহবার্ষিকীতে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজী মন্দিরে পুজো দিলেন বলিউডের দুই তারকা দম্পতি। তবে সাজগোজ দেখলে মনে হবে নতুন বিয়ে হয়েছে। নব দম্পতির মতো দীপিকার পরনে ছিল টুকটুকে লাল রঙের বেনারসি শাড়ি।
A post shared by Deepika Padukone (@deepikapadukone) on Nov 13, 2019 at 9:13pm PST
রনবীরের পরনে কুর্তা পাজামা। এই ছবি শেয়ার করে দিপ্পি লিখেছেন, ”আমরা প্রথম বিবাহবার্ষিকীর সেলিব্রেশনে বালাজি ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিলাম। সকলের ভালোবাসা, প্রার্থনা, শুভেচ্ছার জন্য ধন্যবাদ।” প্রথম বিবাহবার্ষিকীতে সেই শাড়িই পরেছিলেন, যেটা তাঁকে তাঁর শাশুড়িমা কোঙ্কনি রীতিতে বিয়ের দিন উপহার দিয়েছিলেন। আর রণবীর তাঁকে দিয়েছিলেন চোকার হার। দেখুন ছবি…