Date : 2024-03-19

ফেরা হল না সমুদ্রে, ভুল করে খালে এসে জালে জড়িয়ে মৃত্যু ডলফিনের, দেখুন ভিডিও…

পূর্ব মেদিনীপুর:- বুলবুলের তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগণা সহ দুই মেদিনীপুরের বিপর্যস্ত জনজীবন। শুধু মানুষই নয় ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে এলাকার স্বাভাবিক উদ্ভিদ ও প্রাণীদের আস্তানা। এই কারণেই হয়তো কোনভাবে রাস্তা ভুলে সমুদ্র থেকে সোজা খালে ঢুকে পড়েছিল আস্ত একটি ডলফিন। পূর্ব পেটুয়া নদি ঘাট বরাবর উদবাদাল খালে ডলফিনটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই ডলফিন দেখতে ভিড় করেন গ্রামের মানুষরা। পুলিশি নিরাপত্তায় ডলফিনটিকে রাখা হলেও শেষ রক্ষা আর করা যায়নি। সমুদ্রে আর ফেরা হল না দল ছুট ডলফিনের।

তার আগেই খালের জলে জালে জড়িয়ে মৃত্যু হয় ডলফিনটির। খালের এপারে ওপারে খেলে বেড়াতে থাকে ডলফিনটি। অনেকবার চেষ্টা করেও ডলফিনটির বিষয়ে জানানোর জন্য বন দফতরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। স্থানীয় বাসিন্দারা তাড়া করে নদীতে ফেরৎ পাঠানের চেষ্টা করেও লাভ হয়নি। শনিবার ডলফিনটির মৃতদেহ উদ্ধার হয়। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পুলিশের প্রথমিক অনুমান জেলেদের মাছ ধরার জালে আটকে পড়ে তার মৃত্যু হয়েছে। তাছাড়া ডলফিনটি অপরিচ্ছন্ন জলে খাদ্যের অভাবে মারা যায় বলে অনুমান। অভিজ্ঞতার অভাবে উদ্ধার করা যায়নি। কেমন ছিল ডলফিনটি দেখুন ভিডিও….