Date : 2024-04-25

মহারাষ্ট্রে সরকার গঠনের পথে শিবসেনা! সমর্থন এনসিপি ও কংগ্রেসের….

ওয়েব ডেস্ক: তবে কি মুখ্যমন্ত্রীর কুরশিতে বসতে চলেছে উদ্ধব ঠাকরেই? বহু দোলাচলের পর মহারাষ্ট্রে অবশেষে এনডিএ-র সঙ্গ ত্যাগ করে সরকার গড়তে চলেছে শিবসেনা। মুখ্যমন্ত্রীপদে উদ্ধবকে বসানো নিয়ে বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে শিবসেনার দর কষাকষি চলছিল। ইতিমধ্যেই দলের সাংসদ অরবিন্দ সাওয়ান্ত ও কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী ইস্তফা দিয়েছেন এনডিএ-সরকার থেকে। অতএব মহারাষ্ট্রে শিবসেনা ও বিজেপির বিচ্ছেদ কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। সোমবার সকালেই শিবসেনার পক্ষ থেকে রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, শিবসেনাকে সরকার গড়তে সহায়তা করবে এনসিপি ও কংগ্রেস।এদিন কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠক করছেন মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়করা। উদ্ধব ঠাকরের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। ইতিমধ্যেই কংগ্রেসের ৩৯ জন বিধায়ক সমর্থন জানাতে পারেন বলেই শিবসেনাকে।

সোনিয়া গান্ধীর পরিবারের ওপর থেকে এসপিজে নিরাপত্তা তুলে নিল কেন্দ্র

বিজেপিকে রুখতে শিবসেনাকে সমর্থন দিতে অসুবিধা নেই কংগ্রেসের এমনটাই মতামত কংগ্রেস মহারাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের। প্রসঙ্গত, ২৮৮ আসনের বিধানসভায় এ বার ২০০ আসন পার করে দেওয়ার যে লক্ষ্যমাত্রা এনডিএ ঘোষণা করেছিল, তার থেকে অনেক দূরে থেমে যেতে হয়েছে গেরুয়া শিবিরকে। ১৪৫টি আসন পেলে নিরঙ্কুশ গরিষ্ঠতা মেলে মহারাষ্ট্রে। বিজেপি ২০১৪ সালে একাই ১৪২টি আসন পেয়েছিল। এবার তারা কোনওক্রমে ১০০ ছাড়িয়েছে। আর ভোটের আগে থেকেই একক বৃহত্তম দল হওয়ার এবং আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার হুঙ্কার ছাড়তে থাকা শিবসেনা গত বার পাওয়া ৭৫টি আসনও ধরে রাখতে পারেনি। দুটি দল মিলিয়ে সংখ্যা গরিষ্ঠতার থেকে বেশি পেলেও গতবছরের থেকে উল্লেখযোগ্য ভাবে কম আসন পেয়েছে শিবসেনা।