Date : 2024-02-21

সোশ্যাল মিডিয়ায় বিচিত্র পোস্ট কালিসের

ওয়েব ডেস্ক : বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় বহু ছবি শেয়ার করা হয়।কোনটা হাসির তো কোনটা আবার দুঃখের।যেমনটা করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জ্যাক কালিস।সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের অর্ধেক দাড়িগোঁফ কামানোর ছবি পোস্ট করেছেন।তবে কে এমন করলেন তিনি তা জানতে ইচ্ছে করছিল অনেক নেটিজেনেরই।তবে সেই উত্তরও অবশ্য পাওয়া গেল ক্যালিসের থেকেই।তবে এমনি এমনি নয় নির্দিষ্ট কারণেই এভাবে নিজের ছবি পোস্ট করেছেন প্রাক্তন এই অলরাউন্ডার।

জানা গেছে গণ্ডার রক্ষার্থে সেভ দ্যা রাইনো নামে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগ দিয়েছেন দিয়েছেন কালিস।তাই এই প্রজেক্টে অর্থ সংগ্রহের জন্য এমন কাণ্ডটি করে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি।চোরাশিকারীদের উৎপাত সহ নানা কারণে গণ্ডারের সংখ্যা ক্রমশই নিম্নমুখী।তাই তাদের রক্ষার্থে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন কালিস।