Date : 2024-02-26

লোকাল ট্রেনে বিশ্বমানের বগি, চালু হচ্ছে ‘উত্তম’ পরিষেবা…

ওয়েব ডেস্ক: অত্যাধুনিক বগি আগেই এনেছে ভারতীয় রেল, এবার লোকাল ট্রেনের বগিতেই আধুনিকীকরণের ব্যবস্থা করছে রেল। লোকাল ট্রেনের বগিতে থাকছে উচ্চমানের ব্যবস্থা। তবে শুরুটা হচ্ছে সেই মুম্বইয়ের হাত ধরেই। সেখানে লোকাল ট্রেনে চালু হচ্ছে উত্তম বগি আর তাতেই থাকছে উত্তম মনের পরিষেবা।

১। প্রতিটি বগিতেই সিসিটিভি ব্যবস্থা।

২। চুরি রুখতে অ্যান্টি ডেন্ট পার্টিশন।

৩। ব্যাগ রাখতে মডিউলার লাগেজ ব়্যাক।

৪। উন্নত মানের ফ্যান। যাতে সাধারণ ফ্যানের তুলনায় ৩০ শতাংশ কম বিদ্যুৎ খরচ হবে।

৫। দাঁড়িয়ে থাকা যাত্রীদের জন্য উন্নতমানের হ্যান্ডেল।

৬। গোটা ট্রেনেই এলইডি লাইট।

৭। জরুরি ভিত্তিতে ট্রেন দাঁড় করাতে পুরনো চেন নয়, ইলেকট্রিক অ্যালার্ম ব্যবস্থা।

৮। যাত্রীদের আসন একেবারে আধুনিক মানের। যাতে বসার সুবিধা যেমন রয়েছে তেমনই দেখতেও সুন্দর।

৯। জানলায় ডুয়াল লক স্টপার ও ডুয়াল স্লট হ্যান্ডেল।

১০। বগির সিলিংয়েও আধুনিকতার ছোঁয়া। ভেন্টিলেশনের বিশেষ ব্যবস্থা।