Date : 2024-04-18

আগামী অর্থবর্ষে ৩ লক্ষ কর্মী ছাঁটাই করতে পারে রেল….

ওয়েব ডেস্ক: আগামী অর্থবর্ষ থেকেই ছাঁটাই শুরু করতে পারে রেল। বিলুপ্ত হতে পারে ১৪টি পদ। প্রথম দফায় মোট ১৯০০ কর্মী ছাঁটাই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রেল দফতর। এই মাসের মধ্যে কর্মীদের সার্ভিস রেকর্ড চেয়ে পাঠিয়েছে রেল মন্ত্রক। চলতি আর্থিক বর্ষে সারা দেশ জুড়ে মোট ৩ লক্ষ রেল কর্মী ছাঁটাই হতে পারে বলে জানিয়েছিল রেল মন্ত্রক। আগামী অর্থবর্ষ শুরুর আগে কর্মীদের সার্ভিস রেকর্ড চেয়ে পাঠানোয় ছাঁটাইয়ের জল্পনা জোরালো হচ্ছে। রেল মন্ত্রকের তরফে এই রিপোর্ট পেশ করার কথা বলায় দেশ জুড়ে রেলকর্মীদের ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। তারপেরই রেল মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় শুধুমাত্র যাদের বয়স ৫৫ বছর পার করবে ২০২০ তে এবং ৩০ বছর বয়স পর্যন্ত সমস্ত রেল কর্মীর সার্ভিস রেকর্ড খতিয়ে দেখা হবে মাত্র।

বিবৃতিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে কর্মীরা তাদের কর্মজীবনে পরিষেবা দিতে ব্যর্থ তাদের ছাঁটাই করা নিয়ে ভাববে রেল কর্তৃপক্ষ। তবে ছাঁটাই হলেও রেলে নিয়োগ প্রক্রিয়া আগের মতোই চলবে বলে জানানো হয় দফতরের তরফে। ২০১৮–১৯ সালেই বিভিন্ন বিভাগে রেল মোট ১৮৪২৬২ জন কর্মী নিয়োগ করেছে। ‌এদিকে রেলের বেসরকারিকরণের উদ্দেশ্যে, ইতিমধ্যেই পাঁচ সদস্যের কমিটি গঠিত হয়েছে। কমিটির নেতৃত্বে আছেন নীতি আয়োগের সিইও। কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন রেল বোর্ডের চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রকের তিনজন অফিসার। যাত্রীদের উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য রেলের বেসরকারিকরণের দিকে এগিয়েছে সরকার। এই লক্ষ্যে দেশ জুড়ে ১৫০ টি ট্রেন ও ৫০টি স্টেশনের বেসরকারিকরণ করবে রেল এমনটাই জানানো হয়েছে। কিভাবে বেসরকারিকরণ হবে সেই প্রসঙ্গে রিপোর্ট পাঠানো হবে রেল কর্তৃপক্ষের তরফে। সেই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।