ওয়েব ডেস্ক : প্রায় ২ মাসের বেশি সময় ধরে চলা ইরাকে বিশৃঙ্খলার জেরে এবার পদত্যাগের রাস্তা বেছে নিলেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মেহেদি।গত ২ মাস ধরে বিভিন্ন ইস্যুতে সরকারের অকর্মন্যতার জেরে বিক্ষোভে নামে সাধারণ মানুষ।তার ওপর প্রশাসনিক ক্ষেত্রে ইরানের প্রভাব খাটানোর অভিযোগে গত বুধবারে ইরানের কনস্যুলেট আক্রমন করে বসে প্রতিবাদকারীরা।বিক্ষুব্ধ জনতাকে বিরত করতে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। যার জেরে প্রায় ৪০ জন মানুষ নিহত হয়েছেন।সরকার বিরোধী এই বিক্ষোভে এখনও পর্যন্ত প্রায় ৪০০ জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় ৮ হাজারেরও বেশি মানুষ।
নাজাফের কাছে অবস্থিত ইরানের কনস্যুলেটে বোমা বর্ষণও করে বিক্ষোভকারীরা।তবে মাহাদির ইস্তফা ইরানের কাছে একটা বড় ধাক্কা। কেননা ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে যে ইরাকে সাদ্দাম হোসেনের সরকার থাকার সময় থেকেই ইরানের সঙ্গে সুচারু ভাবে যোগাযোগ রেখে চলেছিলেন আব্দুল মাহাদি।প্রধানমন্ত্রীর ইস্তফার খবর শোনার পর থেকেই সাধারন মানুষ ভিড় জমাতে শুরু করে বাগদাদের তাহরির স্কোয়্যারে।তবে এর পাশাপাশি ঘটনায় নিহতদের মৃত্যুকেও স্মরণ করা হয় প্রধানমন্ত্রীর ইস্তফার পর।