কলকাতা: আগামী ৮ নভেম্বর শুরু হচ্ছে ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি জার্মানি। চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে শুক্রবার নন্দনে সাংবাদিক বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, চলচ্চিত্র উৎসবের অ্যাডভাইসার কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিক, ইন্দ্রনীল সেন ও পরমব্রত চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। মোট ১৭ টি প্রেক্ষাগৃহে মোট ৭৬ টি দেশের ২১৪ টি ছবি দেখানো হবে। প্রিয়া ও বিজলি সিনেমা হলে দেখানো হবে দুটি 3dছবি। এছাড়াও থাকছে ১৫২টি তথ্যচিত্র।
‘গুপি গাইন বাঘা বাইন’ ছবির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই বছরের উৎসব শুরু হচ্ছে প্রদর্শন দিয়ে। যদিও সিনেমার প্রিন্ট নিয়ে নানা রকম আপত্তি উঠেছিল। ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন শিশু দিবস থাকায় ১৪ নভেম্বর দিনটি ছোটদের জন্য ৪ টি ছবি দেখানো হবে শিশির মঞ্চে। এবছর থাকছে আমেরিকান পরিচালক জে লি থাম্পসনের ছবি।
কাল্ট সিনেমা এবছর অন্যরকম অভিজ্ঞতা দেবে দর্শকদের। বিভিন্ন বিভাগ যেমন সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র, সেরা আন্তর্জাতিক পরিচালক, সেরা ভারতীয় ভাষার ছবি, সেরা ভারতীয় ভাষার ছবির পরিচালক, সেরা তথ্যচিত্র ও সেরা শর্ট ফিল্ম-এর জন্য থাকছে পুরস্কার। উদ্বোধনের দিন অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রাখি গুলজার, মহেশ ভাট্ট সহ বিশিষ্ট ব্যক্তিরা।