কলকাতা:- আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার নজরুল মঞ্চে এর আনুষ্ঠানিক সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বেশ কয়েকজন শিল্পীকে সঙ্গীত সম্মান জানাবে রাজ্য সরকার। এই কথা রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে জানান ইন্দ্রনীল সেন। শহরের দশটি মঞ্চে এই মেলা হবে। পাঁচ হাজারের বেশি শিল্পী এই সঙ্গীত মেলায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকেও শিল্পীরা আসবেন মেলায় অংশগ্রহণ করতে এমনটাই জানিয়েছেন ইন্দ্রনীল সেন। দশটি মূল অনুষ্ঠানের জায়গার পাশাপাশি পাড়ায় পাড়ায় বাংলা সঙ্গীত মেলার অনুষ্ঠান করা হবে। ৩২ টা স্কুল, ১৬ টা কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করবে। বাংলা ব্যান্ডের কথা মাথায় রেখে এই মেলায় বিশেষ একটি বিভাগের আয়োজন করা হয়েছে।সঙ্গীত শিল্পী মান্না দে -কে শ্রদ্ধার্ঘ জানাতে বাংলা সঙ্গীত মেলার তাঁর নামে বিশেষ প্রদশর্নীর আয়োজন করা হবে। একই সঙ্গে বিভিন্ন মিউজিক কোম্পানি অংশ গ্রহন করবে সঙ্গীত মেলায়।