ওয়েব ডেস্ক:- দিন যতই যাচ্ছে ততই জটিল হচ্ছে পাকিস্তানের অর্থনীতির অবস্থা। বিভিন্ন শাক-সব্জির দাম আকাশ ছোঁয়া। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে,সে দেশের টমেটোর সর্বাধিক বাজার মূল্য ১৮০ টাকা তবে কোথাও কোথাও ৩০০ থেকে ৩২০ টাকা দামেও বিক্রি হচ্ছে টমেটো।
টমেটো এই দাম হওয়ার পেছনে অবশ্য ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করা ছাড়াও আরও কয়েকটি কারণ রয়েছে।
সেগুলোর মধ্যে অন্যতম কারণ হল, অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাওয়া। জাতীয় খাদ্য সুরক্ষা দফতরের সচিব মহম্মদ হাসিম পোপলজাই জানিয়েছেন, ইরান থেকে টমেটো আমদানি করার কথা ভাবনাচিন্তা করছে পাক সরকার।
টমেটোর দাম বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের সিন্ধ অঞ্চলের একটি ক্ষেত থেকে দুষ্কৃতিরা টমেটো লুঠ করে। তাই ক্ষেতের সুরক্ষার জন্য সশস্ত্রবাহিনী নিয়োগ করেছে ক্ষেত মালিকরা। পাকিস্তানের পেঁয়াজের অগ্নিমূল্যকে রসিকতা করে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, পাকিস্তানে পেঁয়াজের যা দাম তাতে বিয়েতে ‘দেহেজ’ হিসাবে পেঁয়াজ দিলে ভালো হয়।