Date : 2024-03-29

শবরীমালায় মহিলাদের প্রবেশ নিয়ে মামলা বৃহত্তর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক : শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশের মামলাটি পাঠানো হল বৃহত্তর সাংবিধানিক বেঞ্চে।3:2 অনুপাতে বিচারপতিদের মতানৈকের জেরে এই মামলাটিকে পাঠানো হল বৃহত্তর বেঞ্চে।শবরীমালা ইস্যুতে পাঁচ বিচারপতির মধ্যে তিন বিচারপতি যথাক্রমে রঞ্জন গগৈ, বিচারপতি এম খানউইলকর এবং ইন্দু মালহোত্রা বিষয়টিকে বৃহত্তর বেঞ্চে পাঠানোতে মত দেন অপর পক্ষে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং আর এফ নরিম্যান সুপ্রিম কোর্টের আগের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে রায় দেন।

তবে এর পাশাপাশি মুসলিম ও পার্সি মহিলারা তাঁদের নিজ নিজ ধর্মস্থানক্ষেত্রে প্রবেশ করতে পারবেন কিনা সেই সিদ্ধান্তকেও সাত সদস্যের বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি।