Date : 2024-04-26

ক্যান্সার হেরে যাওয়ার ঠিকানা নয়, শিশু দিবসে জানিয়ে দিল সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউট….

ওয়েব ডেস্ক: শিশু আর ফুল পৃথিবীতে এই দুই জিনিস ঈশ্বরের অমূল্য সৃষ্টি। পৃথিবীর স্নেহ, ভালোবাসা সম্পদ যেন তাদের জন্য উজার করে দেওয়া যায়। বৃহস্পতিবার ছিল শিশু দিবস। প্রতিবারের এই বছরও শ্যাম সুন্দর জুয়েলার্স বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটু অন্যভাবে উদযাপন করল শিশু দিবস। এমন কিছু শিশু যারা জন্ম থেকে বিভিন্ন শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, রোগব্যাধী যাদের ফুলের মতো শরীরকে স্পর্শ করে, এই দিনটায় সেই সব শিশুর জন্য একটু ভালো সময় ও ভালোবাসা দিল শ্যাম সুন্দর কো. জুয়েলার্স। ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সেন্টারের অডিটোরিয়ামে শিশু দিবস উপলক্ষ্যে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার ও রিসার্চ ইনস্টিটিউট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমলতা আচার্য ও তার টিম। অনুষ্ঠানে অংশ গ্রহন করেন তারা। এছাড়াও অনুষ্ঠানে সেই সব শিশুরা অংশ গ্রহন করেছিলেন যারা শারীরিক ভাবে মারণব্যাধী ক্যান্সারের শিকার হয়েও অসামান্য প্রতিভার অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ডাঃ অর্ণব গুপ্তা জানান, এই হাসপাতালে ৭০% শিশু লিউকোমিয়ায় আক্রান্ত, সময় মতো ট্রিটমেন্ট করলে অবশ্য এই ক্যানসারের নিরাময় সম্ভব। ওই হাসপাতালের ডাক্তার গৌতম আচার্য জানিয়েছেন, ‘লিউকোমিয়ায় আক্রান্ত শিশুদের মধ্যে অনেক গুন রয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা নিজেদের মেলে ধরতে পরাবে, পরবর্তিকালে এই অনুষ্ঠান থেকে অনুপ্রানিত হবেন লিউকোমিয়ায় আক্রান্ত অন্যান্য শিশুরাও। চিকিৎসা করানোর ভয় কেটে যাবে তাদের। শ্যামসুন্দর কো .জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা জানিয়েছেন, ভারতে একমাত্র এই হাসপাতাল যেখানে ক্যান্সার আক্রান্ত শিশুদের এই ভাবে চিকিৎসা করা হয়। এখানে চিকিৎসার সঙ্গে সঙ্গে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য যে অভিনব মানসিক বিকাশের ব্যবস্থা করা হয়েছে তা সত্যিই অভাবনীয়। ৬০ বছর ধরে শ্যামসুন্দর জুয়েলার্স অলঙ্কার শিল্পে যুগান্তকারী সৃষ্টি করে চলেছে। এই ঐতিহ্যশালী অলঙ্কার নির্মান সংস্থা এবার ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াল একটু ভালোবাসা ও যত্ন দিতে।