Date : 2024-04-24

দৌড়ে লাইন পার হন? এবার সামনে দেখবেন সাক্ষাৎ যমরাজকে….

ওয়েব ডেস্ক: সচেতনতামূলক প্রচার যতই চলুক বা পুলিশি ধরপাকড়, ট্রেন ধরার তাড়ায় আপনি নিশ্চয়ই এখনও ঝুঁকিপূর্ণ ভাবেই লাইন পার হয়ে থাকেন। ভারতীয় রেলের পশ্চিম শাখার তরফে সচেতনতা বাড়াতে এবার অভিনব ব্যবস্থা করা হয়েছে। রেল লাইন পার হতে গেলেই আপনার সামনে এসে পড়বে জলজ্যান্ত যম রাজ, লাইন থেকে কাঁধে করে তুলে নিয়ে যাবে সে। না, মজা নয়,ঝুঁকির লাইন পার হওয়া বন্ধের সচেতনতা বাড়াতে এবার এমনই ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় রেলের পশ্চিম শাখার পক্ষ থেকে। সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

তবে যম রাজ রূপে আপনার সামনে যাঁরা আসবেন তাঁরা আদপে রেল পুলিশ। ট্রেন ধরার তাড়ায় যে বা যারা রেল ট্র্যাকের উপর দিয়ে নিয়মিত দৌঁড়ে যান তাদেরকেই ধরবে যমরাজরূপী পুলিশ। হিন্দুদের প্রচলিত বিশ্বাস যমরাজ হলেন মৃত্যুর দেবতা। ভুল করলে নিস্তার নেই তাঁর হাত থেকে। সাক্ষাৎ মৃত্যু হয়ে এসে দাঁড়ান তিনি। এবার রেল ট্র্যাক পাড় করার কু-অভ্যাস বন্ধ করতে রেল পুলিশ নেমে পড়েছেন যমরাজের বেশে। উদ্দেশ্য একটাই, সচেতনতা গড়ে তোলা।