Date : 2024-04-19

হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভের অর্ধবার্ষিকী দিবস পালন

ওয়েব ডেস্ক :  হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভের অর্ধ বার্ষিকী দিবস পালিত হল হংকংয়ের রাস্তা জুড়ে।সেই অর্ধবার্ষিকীতে যোগ দিতে রাস্তায় নেমেছিলেন প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষ।শান্তিপূর্ণ এই বিক্ষোভের আয়োজন করেছিল সিভিল হিউম্যান রাইটস ফ্র্ট নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই প্রথম নয় এর আগে জুলাই মাসে বড় দুটি পদযাত্রার আয়োজন করেছিল এই সংস্থা।হংকং পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েই এই পদযাত্রা বের করা হয়।তবে বিক্ষোভের এই যাত্রা বের করার আগে গ্রেফতার করা হয় ১১ জন ব্যক্তিকে।বিক্ষোভের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে ৯ এমএমের একটি পিস্তল সহ আরও বেশ কিছু অস্ত্রশস্ত্র।

সম্প্রতি হংকংয়ে কাউন্সিলর ভোটে গণতন্ত্রপন্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।সেই থেকে আশাঙ্কা করা হচ্ছিল যে এবারের মিছিলে লোকের সংখ্যা অনেকটাই বাড়বে।নিজেদেরকে চিন থেকে আলাদা করা দাবিতে অনেক দিন ধরেই নিজেদের বিক্ষোভ জারি রেখেছেন হংকংয়ের মানুষ। তাদের এই দাবির সমর্থনে তারা পাশে পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। তাদের সপক্ষে থেকে ইতিমধ্যে হংকংয়ে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের কথা মাথায় রেখে একটি বিলও পাশ করেছেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকার বার্তা তাদের মনে দিয়েছেন বাড়তি ভরসা।