ওয়েব ডেস্ক : নৌসেনাবাহিনীতে প্রথম মহিলা পাইলটের আসনে বসলেন সাব লেফ্টেন্যান্ট শিবাঙ্গি।নৌসেনাবাহিনীর ইতিহাসে যা প্রথম।এই প্রথম নৌবাহিনীতে কোন মহিলা বিমান ওড়াবেন। শিবাঙ্গিকে নৌসেনার ডর্নিয়ার বিমান ওড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।সাধারণত এই বিমানগুলকে মালবহনের ক্ষেত্রে বা উদ্ধারকার্যের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। বিহারের মুজফফরপুরের বাসিন্দা শিবাঙ্গির ছোট বেলা থেকই ইচ্ছে ছিল বিমান ওড়ানোর।সেই স্বপ্নকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে সে।সিকিম মণিপাল টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে প্রথমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন শিবাঙ্গি।এরপর আরও পড়াশোনার জন্য রাজস্থানের মালব্য ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনলোজিতে ভর্তি হন।
তবে শিবাঙ্গি প্রথম মহিলা নয় যে এই দায়িত্ব পাচ্ছেন। এর আগে ২০১৯ সালে বায়ুসেনাতে যুদ্ধবিমান ওড়ানোর দক্ষতা অর্জন করেন ফ্লাইট লেফ্টেন্যান্ট ভাবনা কান্ত। ১৯৯২ সাল পর্যন্ত মহিলাদের নৌসেনাবাহিনীতে শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কাজে লাগানো হত। কিন্তু এবার সরাসরি বিমান ওড়ানোর কাজেও দেখা যাবে মহিলাদের।শিবাঙ্গির পাশাপাশি আরও ২ মহিলাকেও ডিসেম্বরের মধ্যেই নৌবাহিনীর পাইলট হিসেবে নিযুক্ত করা হবে।