ওয়েব ডেস্ক : ঘটা করে নিজের জন্মদিন পালন করতে একটি পার্কের মধ্যে গিয়েছিলেন এক ব্যক্তি। আর পাঁচটা মানুষের মতই কেক কেটে নিজের বন্ধু বান্ধবকে খাওয়ানোর কথা ছিল তার। সেই মতো খাওয়াতে গিয়ে বাঁধল বিপত্তি। হঠাৎ করে একটি বাঁদর এসে পুরো কেক নিয়ে চলে যায়। কয়েক সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় বাঁদরটি মূহূর্তের মধ্যে কেক তুলে নিয়ে চলে যায় গাছের ওপর। হঠাৎ ঘটে যাওয়া কাণ্ডে হতভম্ব হয়ে পড়ে সবাই।
তবে বহু চেষ্টা করেও আর পাওয়া যায়নি সেই কেক। অগত্যা জন্মদিনে এমন কান্ডের জেরে হাসতে শুরু করেন সবাই। বিষয়টি ট্যুইটারে সেয়ার করতেই তা ভাইরাল হয় মূহূর্তের মধ্যে।