ওয়েব ডেস্ক : মোটর ভেহিকল দফতরে ইন্সপেক্টর পদে লোক নিচ্ছে রাজ্য সরকার। একনজরে দেখে নেওয়া যাক কি কি যোগ্যতা প্রয়োজন এই পদে আবেদন করার জন্য।
মোট শূণ্যপদ-১৯
শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় গ্র্যাজুয়েট
বেতনক্রম-৭,১০০-৩৭,৬০০
বয়স- ০১.০১.২০১৯ তারিখে বয়স ১৮ থেকে এবং ৩৯ বছর বছরের মধ্যে থাকতে হবে।
ফী-১৬০ টাকা
আবেদন জমা দেওয়ার শেষ দিন-৩০-১২-২০১৯
বিস্তারিত তথ্যের জন্য দেখুন pscwbonline.gov.in