Date : 2024-03-29

জেএনইউ-তে সরকারি ভূমিকায় অখুশি নির্মলার স্বামী

ওয়েব ডেস্ক : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ দমনে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় খুশি নন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর। প্রভাকর নিজে এক সময়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেখানে কংগ্রেসের ছাত্র শাখার নেতাও হন। যদিও ছাত্র সংসদের ভোটে সিপিএমের ছাত্র শাখা সংগঠন এসএফআইয়ের কাছে হেরে যান। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রভাকর সেখানে মাদক বর্জন আন্দোলন শুরু করেন। সেই আন্দোলন তাঁকে যথেষ্ট জনপ্রিয় করে তোলে।

লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তনী প্রভাকর বলেছেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় আগেও যেমন ছিল, এখনও তেমনই রয়েছে। তার ঐতিহ্য ক্ষুণ্ণ হয়নি। সেখানে দমননীতি চালানোর কোনও অর্থ হয় না। তাতে পঠনপাঠনের ক্ষতি হয়। প্রভাকর নিজেও রাজনৈতিক পরিবার সন্তান। পরে নির্মলা সীতারমণের সঙ্গে তাঁর বিবাহ হয়। তাঁদের একটি মেয়ে রয়েছে। এই প্রথম নয়, এর আগেও কেন্দ্রের নীতির সমালোচনা করেছিলেন পরাকলা প্রভাকর। ভারতের অর্থনৈতিক উন্নয়ন স্লথ হয়ে যাওয়ার জন্য তিনি নরেন্দ্র মোদির সরকারকে দায়ী করেছিলেন।