বীরভূম:- বহুদিন ধরে চলে আসা নিয়মে ছেদ পড়তে চলেছে তারাপীঠ মন্দিরে। এবার থেকে আর তোলা যাবে না গর্ভগৃহের ছবি। তারা মায়ের বিগ্রহে ঢালা যাবে না আলতা, সিন্দুর, অগুরু, গোলাপ জল। আগামীকাল বুধবার থেকেই লাগু হবে এই নিয়ম। পৌষ মাসে অগণিত ভক্ত আসেন তারাপীঠ মন্দিরে পুজো দিতে, মন্দিরে পরিচ্ছন্নতা বজায় রাখতে এই নিয়ম চালু করেছে মন্দির কমিটি। মন্দিরের মধ্যে আলতা, সিঁদুর ছড়ানোয় অপরিচ্ছন্ন হচ্ছে মন্দির, তাছাড়া মন্দিরের দেওয়ালে নারকেল ফাটানোর কারণে ক্ষতি হচ্ছে মন্দিরের।
এবার থেকে আর নারকেল ফাটিয়ে পুজো দেওয়া যাবে না তারাপীঠ মন্দিরে। মন্দির কমিটির প্রধান তারাময় মুখোপাধ্যায়জানান, ভোর সাড়ে ৫ টা থেকে কোন সেবায়েত দর্শনার্থীদের জন্য রেলিং খুলে তারা মায়ের মূর্তি ধরতে দিতে পারবে না। তবে মূর্তি ছোঁয়া বন্ধ করা নিয়ে সেবায়েতদের মধ্যেই মতবিরোধ হয়েছে। ফলে এই সিদ্ধান্ত এখনই নিচ্ছে না মন্দির কমিটি। ভাদ্র, চৈত্র, পৌষ মাসে তারাপীঠে অসংখ্য ভক্তদের সমাগম ঘটে। মন্দিরের পবিত্রতা বজায় রাখতে এই সিদ্ধান্তের কথা বলেছে মন্দির কর্তৃপক্ষ। এই খবর প্রকাশিত হতেই প্রশংসা করেছেন অনেকেই। তাদের মত, এর ফলে পাণ্ডাদের দৌড়াত্ব কিছুটা কমবে।