Date : 2024-02-21

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তুমুল বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব শাখায় বন্ধ ট্রেন চলাচল…

ওয়েব ডেস্ক:- নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। বিক্ষোভের জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল। শুক্রবার একজন উৎশৃঙ্খল জনতা উলুবেড়িয়া স্টেশনে যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়। এর জেরে আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।সময়টা অফিস টাইম হওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। শুক্রবার দুপুর ৩.৩০ মিনিট নাগাদ উলুবেড়িয়া স্টেশনে উত্তেজনা ছড়ালে বন্ধ হয়ে যায় দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল। রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে চলে প্রতিবাদ। বেলা গড়ালে বিক্ষোভের ঝাঁঝ কমলেও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। সন্ধে পর্যন্ত উলুবেড়িয়ায় আটকে ছিল করমণ্ডল এক্সপ্রেস ও কাণ্ডারি এক্সপ্রেস।