ওয়েব ডেস্ক:- রাজ্য জুড়ে কয়েকদিন ধরে চলা লাগাতার বিক্ষোভের জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। এবার সেই পরিষেবা চালু করার চেষ্টা করছে রেল। শুক্রবার থেকে বেশ কিছু রেল পরিষেবা আগের মতো মিলতে পারে। জেনে নিন কোন কোন ট্রেন আজ থেকে ফের চালু করা হবে…
উত্তরবঙ্গ থেকে অসমের পথে বেশ কিছু ট্রেন চালু হতে চলেছে।
১ আপ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস (২১.১২.২০১৯)
২ আপ শিয়ালদহ- নিউ আলিপুর পদাতিক এক্সপ্রেস ( ২০.১২.২০১৯)
৩ ডাউন হলদিবাড়ি-শিয়ালদহ এক্সপ্রেস(২০.১২.১৯)
৪ ডাউন নিউ আলিপুর-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস (২০.১২.২০১৯)
৫ ডাউন নিউ জলপাইগুড়ি- দিঘা এক্সপ্রেস (২০.১২.১৯)
তবে ইতিমধ্যেই যে যে ট্রেনগুলি পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ থেকে অসম পর্যন্ত সেগুলি হল….
১ আপ হাওড়া- নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (১৯-১২-২০১৯)
২ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস (১৮-১২-২০১৯)
৩ আপ শিয়ালদহ-বামনঘাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৮-১২-২০১৯)
৪ আপ কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস (১৮-১২-২০১৯)
৫ আপ কলকাতা-যোগবাণী এক্সপ্রেস (১৮-১২-২০১৯)
৬ আপ কলকাতা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৮-১২-২০১৯)
৭ আপ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (১৮-১২-২০১৯)
৮ ডাউন শিলচর- তিরুবন্তপুরম এক্সপ্রেস ফিরছে (১৭-১২-২০১৯)
৯ ডাউন নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল (১৮-১২-২০১৯)
১০ আপ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল (১৯-১২-২০১৯)
১১ ডাউন গুয়াহাটি-কলকাতা গরিবরথ এক্সপ্রেস (১৮-১২-২০১৯)
১২ ডাইন নিউ জলপাইরগুড়ি -হাওড়া শতাব্দী এক্সপ্রেস (১৯.১২.২০১৯)
১৩ ডাউন বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৯.১২.২০১৯)
১৪ ডাউন যোগবাণী – কলকাতা এক্সপ্রেস (১৯.১২.২০১৯)