“আমরা কারোর দয়ায় এই দেশের নাগরিক নই”: মুখ্যমন্ত্রী…
কলকাতা:-
নাগরিকত্ব
সংশোধনী আইনের প্রতিবাদে
উত্তর কলকাতায় মিছিল করলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নাগরিকপঞ্জি নিয়ে তীব্র
বিরোধিতা করে একের পর এক
প্রতিবাদ কর্মসূচি চলবে রাজ্য
জুড়ে,
এমনটাই
জানালেন মুখ্যমন্ত্রী।
নাগরিকত্ব সংশোধনী আইনকে কোন
ভাবেই মানবে না রাজ্যের তৃণমূল
সরকার। মিছিলের পুরোভাগে
থেকে মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় কি কি বললেন,
দেখে
নেওয়া যাক একনজরে।
- ধর্ম
যার যার,
কিন্তু
সংবিধান,
সংহতি
সবার। এটাই আমার দেশ। এই দেশের
স্বাধীনতা যারা এনেছিলেন
তারা সবাইকে এক করার কথা
বলেছিলেন।
- এরা
কিছু মানে না। এরা সবাইকে
তাড়িয়ে নিজেরা থাকতে চাইছে।
সবাই যদি না থাকে তাহলে কি
করে সবার উন্নয়ন হবে।
- আমরা
কারো দয়ায় এই দেশের নাগরিক
নই। আমরা এই দেশের সত্যিকারের
নাগরিক।
- আমরা
ভাগাভাগি করি না। আমরা শান্তিতে
কাজ করবো। কেউ ট্রেনে আগুন
লাগাবেন না। ভারত সরকার অনেক
ট্রেন বন্ধ করে দিয়েছে।
- ক্যাব
এন আর সি ল্যালিপ প এর এক পিঠ
অন্য পিঠ। আমাদের বলেছিল
সেন্ট্রাল ফোর্সের জন্য।
আমরা বলেছি এখানে পুলিশ যথেষ্ট।
- যে
বিজেপি করে দেশে শুধু তারা
থাকবে। জাপানের প্রধানমন্ত্রী
আমাদের দেশের সফর বাতিল করে
দিয়েছেন। বাংলাদেশ আমাদের
বন্ধু তারা সফর বাতিল করে
দিয়েছেন।
- বিজেপি
টাকা দিয়ে ট্রেন জ্বালাচ্ছে।
আমার মৃতদেহের উপর দিয়ে
ক্যাব করতে হবে। আমরা যখন
প্রতিবাদ করেছিলাম তখন আমরা
একা ছিলাম এখন অনেকেই আছে
আমাদের সঙ্গে।
- আন্দোলনে
যদি সততা থাকে তাহলে আমরা
একলা চলতে পারি। এই লড়াই কোন
একটা মানুষের ধর্মের কিংবা
জাতির নয়। এই লড়াই সব মানুষের
লড়াই।
- সাম্প্রদায়িকতা
করে দেশটাকে ভেঙে দিচ্ছে।
মানুষে বিভেদ করছে। সবাই
শান্ত থাকবেন। এই লড়াই সবার।
শুধু সংখ্যালঘুদের লড়াই
নয় এটা।
- স্বাধীনতার
এতো বছর পরে ঠিক করা হবে কে
নাগরিক কে নয় ?
আমরা কোন
দিন এটা করতে দেব না।
- রাজ্য
সরকার কেন্দ্রীয় সরকারের
মত নির্বাচিত সরকার। কেন্দ্রীয়
সরকার বিজ্ঞাপন দেবে কিন্তু
তাতে ভয় পাবেন না।
- অসমে
দিল্লিতে গুলিতে মৃত্যু
হয়েছে। আমাদের পুলিশের উপরে
ভরসা আছে। কেউ আগুন লাগাবেন
না। ট্রেন বন্ধ করবেন না।
- আমি
সবাইকে ক্ষমা করি কিন্তু
বিজেপির দালাল দের ক্ষমা করি
না। এই লড়াই মানবিকতার লড়াই।
লড়াই ততোদিন চলবে যতদিন না
পর্যন্ত ক্যাব এন আর সি বাতিল
হচ্ছে।
- বিজেপি
পেঁয়াজ আলুর দাম কতো ?
বাজারে
আগুন লাগিয়ে এবার দেশে আগুন
লাগাতে চাইছে।
- শান্তিপূর্ণ
ভাবে আপনারা আন্দোলন করুন।
ব্লকে ব্লকে মিছিল মিটিং হবে।
সবাইকে নিয়ে মিছিল হবে। সব
ধর্ম কে মিছিল হবে কমিয়ামাল
মিছিল হবে না। তিন দিনের
মিছিলের পর আরও কর্মসূচি
দিয়ে দেওয়া হবে।